পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বেনাপোল অফিস : বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় দিনের মত বন্ধ ছিল দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য। ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ১০ জন ব্যবসায়ীকে নিয়ম বহির্ভূতভাবে সিরিয়াল ব্রেক করে রপ্তানী সুবিধা দেয়ার প্রতিবাদে গত দু’দিন ধরে দুদেশের মধ্যে আমদানী রপ্তানী বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের ওপারে ভারতের পোট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের ১০ জন প্রথম সারির ব্যবসায়ীকে নিয়ম বহির্ভূতভাবে সিরিয়াল ব্রেক করে রপ্তানী সুবিধা দেয়ার প্রতিবাদে গত দু’দিন ধরে দু’দেশের মধ্যে আমদানী রপ্তানী বাণিজ্য বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।
সকল ব্যবসায়ীকে সমান সুবিধা না দেয়া পর্যন্ত আমদানী রপ্তানী বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টম্সে সহকারী কমিশনার আলী রেজা হায়দার জানান, ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমসও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দের জের ধরে দু’দেশের মধ্যে আমদানী রপ্তানী বন্ধ রয়েছে। আমদানী রপ্তানী বন্ধ থাকার কারণে পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ গার্মেন্টস শিল্পের কাঁচামাল। তবে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মঘটি ব্যবসায়ীদের সাথে কাস্টমস কর্মকর্তাদের সাথে বৈঠক চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।