Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই স্থানে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহাজাদপুর প্রতিনিধি সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। গতকাল রোববার বেলা ১২ টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক, সুশিল সমাজের লোকজন অংশ নেন। সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, মো. সেলিম, সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল ইলাম নয়ন, মো. আবদুল আউয়াল, মোহাম্মদ আলী, আলম ফরাজী, রমেশ  কুমার পার্থ, ফেরদৌস কোরাইশী টিটু, মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান প্রমুখ।
ফরিদপুর জেলা সংবাদদাতা

দৈনিক সমকালের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। ফরিদপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন কর্মসূচী গতকাল রোববার সকাল ১১টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত পালন করা হয়। ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে শিমুলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। এসময় গণহারে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান থেকে বিরত থাকতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ