রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের মৃত হিঙ্গুল উদ্দিনের ছেলে বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা শাখা সিভিল এভিয়েশন মোঃ মোশাররফ হোসেনের কাছে চাঁদার দাবিতে হত্যার হুমকি ও একাধিক বিভিন্ন মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গতকাল রোববার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশাররফ হোসেন অভিযোগ করেন, আঙ্গারিয়া গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে মামাত ভাই রুহুল আমিন কয়েক বছর ধরে জমির জাল দলিল করে তাদেও পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখল করছেন। এ ঘটনায় মোশাররফ জাল দলিলের বিরুদ্ধে মামলা করলে প্রতারক রুহুল আমিনের সহযোগী বরিশালের পলাশপুর দলিল উদ্দিন স্কুলের পিছনে ০৭ নং রোড ০৫ নং ওয়ার্ডের আঃ গনির ছেলে নান্নু মিয়াকে বাদী বানিয়ে মোশাররফের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করে। এছাড়া পুটিয়াখালীর হামিদা বেগম (বুলি) নামে এক নারীকে মোশাররফের ভুয়া স্ত্রী সাজিয়ে ঢাকায় একটি মামলা করার রুহুল আমিন এবং ঝালকাঠি আদালতেও দুটি ৭ ধারা মামলা করেছে। এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমিন অভিযোগ অস্বীকার কারে জানান, ‘জমি নিয়ে মোশাররফের সাথে বিরোধ থাকায় তার বিরুদ্ধে মামলা দেয়াসহ নানাভাবে হয়রানি করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।