Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নলকূপে মিললো বিদ্যুৎ সংযোগ

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধনবাড়ী (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : “পল্লী বিদ্যুতের ঠিকাদারকে ঘুষ না দেয়ার খেসারত, ধনবাড়ীতে গভীর নলকূপে সংযোগ না পাওয়ায় সহ¯্রাধিক একর জমি অনাবাদির আশঙ্কা” শিরোনামে গত ৩১ জানুয়ারি দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের টনক নড়েছে। ওই দিন বিকেলেই সরেজমিন তদন্তে সত্যাসত্য যাচাই করে পরদিনই খুঁটিতে তার লাগিয়ে-পেঁচিয়ে গভীর নলকূপে সংযোগের ব্যবস্থা করেছেন। জানা যায়, ইনকিলাবে প্রকাশিত সংবাদটি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তরের নজরে আসার সঙ্গে সঙ্গেই ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট ত্বরিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সে প্রেক্ষিতে ময়মনসিংহ পল্লী সমিতি-১ এর ডিজিএম ওই দিন বিকেলেই সরেজমিন তদন্তে এসে বিষয়টির সত্যাসত্য যাচাই করেন এবং পরদিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি ঠিকাদারকে দিয়ে খুঁটিতে তার টানিয়ে-পেঁচিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে জমি অনাবাদির আশঙ্কা দূরীভূত করতে বাধ্য হয়েছেন। প্রসঙ্গত, বিএডিসি টাঙ্গাইলের ক্ষুদ্র সেচ বিভাগ ধনবাড়ী উপজেলার বর্ণিচন্দবাড়ি গ্রামের গভীর নলকূপে বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য ২০১৪ সালের ১ অক্টোবর দুই লাখ একাত্তর হাজার টাকা জমা দেন। পরে সমিতির প্রকল্প বিভাগ বিদ্যুৎ সংযোগের কাজ করার জন্য ১৪৬৭৬ নাম্বার একটি লট নির্ধারণ করে মুক্তাগাছার ঠিকাদার শামসুল ইসলামকে তা করার অনুমতি দেন। ২০১৫ সালের অক্টোবর মাসে ঠিকাদার বিদ্যুৎ লাইন নির্মাণের মালামাল নিয়ে ধনবাড়ীতে আসেন। তিনি কাজ শুরুর আগেই স্কীম ম্যানেজার জামাল উদ্দীনের নিকট ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেয়ায় ঠিকাদার লাইনের ৪টি খুঁটি পুঁতে চলে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ