রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়নুল হক, ডোমার (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামরীর ডোমার আমবাড়ী চিলাহাটি রাস্তার বেহালদশা, দুর্ভোগ চরমে, প্রতিরোধে নেই কোনো উদ্যোগ। উপজেলার ডোমার-বোড়াগাড়ী হয়ে আমবাড়ী-চিলাহাটি ভায়া দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জে প্রবেশ করা সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ কিলোমিটার প্রধান সড়কটি নিয়ে এমনই মন্তব্য করেন পথচারী শরিফুল ইসলাম। ডোমার উপজেলার ডোমার হতে চিলাহাটি প্রবেশের দুটি প্রধান সড়ক থাকলেও ডোমার-মির্জাগঞ্জ হতে চিলাহাটি রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে যান চলাচলের অনুপযোগী হয়েছে। তারপরও থেমে নেই যানবাহন চলাচল। জীবনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে অটোবাইক-পণ্যবাহী ট্রাক-যাত্রীবাহী বাস, পিকআপ, নছীমন, করিমন। এ সড়কে প্রতিনিয়ত দুঘটনা ঘটছে। রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত। অপরটি হলো-ডোমার-বোড়াগাড়ী হয়ে আমবাড়ী-চিলাহাটির রাস্তা। এটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এই রাস্তাটির বোড়াগাড়ী হতে বামুনিয়া পর্যন্ত প্রায় ২ কি.মি রাস্তা ২০১৪-১৫ অর্থবছরে নির্মাণ হলেও বাকি প্রায় ২৫-২৮ কিমি রাস্তার কাজ কবে করা হবে কেউ জানেন না। এদিকে রাস্তার এহেন বেহালদশায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে। দুর্ঘটনার কবলে পড়ে অনেকে সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন। অটোবাইক চালক রুবেল বলেন, এই রাস্তায় প্রত্যেকদিন একবার না একবার এক্সিডেন্ট হবেই। কিন্তু রাস্তাটি কেউ মেরামতের কোনো ব্যবস্থাগ্রহণ করেন না। প্রধান এই সড়কটি দিয়ে প্রতিনিয়ত ২০-৩০ হাজার লোকজন, ১-২ হাজার ক্ষুদ্র ও ভারী যানচলাচল করে। এই সড়কটির মধ্যে রয়েছে ছোট-বড় প্রায় ১০-১২টি ব্রিজ। এগুলোও সেকালের গোমনাতী-আমবাড়ী ব্রিজটি এতই ঝুঁকিপূর্ণ যে, কখন দুর্ঘটনা ঘটবে তা বলা মুশকিল। কয়েক বছর পূর্বে ব্রিজটি ভেঙে যাতায়াতের বিঘœ হয়েছে। বেইলি ব্রিজের মতো সাময়িক চলাচলের জন্য পাশে একটি ব্রিজ তৈরি করে দিয়েছে প্রশাসন। এর পাশে কেতকীবাড়ী ইউনিয়নের ঘুনুরামের পাশে একটি চিকন বেইলি ব্রিজ রয়েছে। সেটিও পুরাতন। এরপর চিলাহাটি হয়ে কাঁঠালতলী পর্যন্ত প্রায় ৫টি ছোট-বড় ব্রিজ রয়েছে। কিন্তু ব্রিজগুলো অত্যধিক নাজুক। আবার ১শ’ বছরের পুরনো ২শ’ মিটারের লোহার ব্রিজটি ভেঙে কখন যে দুর্ঘটনার সৃষ্টি হবে তা বলা বাহুল্য। এবিষয়ে চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক এই প্রতিবেদককে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ডোমার-আমবাড়ী হতে চিলাহাটি ভায়া ভাউলাগঞ্জ প্রায় ৩০ কি.মি. প্রধান সড়কে থাকা প্রায় ১০-১২টি ছোট-বড় ব্রিজগুলোর বেহালদশায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এগুলোর সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।