Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছ ব্যবসায়ীদের দখলে সড়ক ঘটছে দুর্ঘটনা

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আমিনুল হক, মিরসরাই (চট্টগ্রাম) থেকে : ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট, এবং জোরারগঞ্জ-বাংলাবাজার সড়কের দেওয়ানপুর এলাকার একটি অংশের দুই পাশ দখল করে চলছে জমজমাট গাছের ব্যবসা। এতে সড়কের ওই অংশে যান চলাচলসহ জনচলাচল ব্যাহত হচ্ছে। যানজটের ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। সরেজমিনে দেখা গেছে, উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্টের জেবি স্কুলের সামনে থেকে ফাইভ স্টার কমিউনিটির সেন্টার পর্যন্ত এবং জোরারগঞ্জ-বাংলাবাজার সড়কের দেওয়ানপুর এলাকা পর্যন্ত প্রায় আধাকিলোমিটার সড়কের দুই পাশের ফুটপাত কোথাও সড়ক দখল করে চলছে গাছ বিক্রি। এতে করে এই দুটি রুট দিয়ে চলাচলরত সাধারণ মানুষসহ স্থানীয় জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরারগঞ্জ মহিলা কলেজ ও মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ স্কুল-কলেজ পড়–য়া এই অঞ্চলের বিভিন্ন শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে কোমলমতি শিশুরা। এর রুটে চলাচলকারী জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  অভিভাবক সুপ্লব বণিক ননাই, রুমা মজুমদার ও মিলন নাথ জানান, সড়ক দখল করে যেভাবে গাছ রাখা হয়েছে, এতে করে অতীতে ৩টি দুর্ঘটনা ঘটেছে। ফলে গাড়ি চলাচলের সময় সন্তানদের দুর্ঘটনার আশঙ্কায় থাকি। এইসব সড়ক দখলমুক্ত করে শিক্ষার্থীসহ সবার সুন্দর পথচলা নির্বিঘœ করতে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এই ব্যাপারে জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, সড়ক হলো যানচলাচলের জন্য এবং ফুটপাত হলো জনচলাচলের জন্য। কিন্তু কিছু অসাধু কাঠ ব্যবসায়ী সড়ক ও ফুটপাত দখল করে যান ও জনচলাচলে বিঘœ ঘটাচ্ছে। এসব সড়ক দখলমুক্ত করতে আমি প্রশাসনের নিকট জোর দাবি জানাব। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন বলেন,  জোরারগঞ্জ এলাকায় সড়কের দুপাশের গাছের ব্যবসা বন্ধে খুব শিগগির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে এবং গাছের ব্যবসায় জড়িতদের আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ