রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নওগাঁ জেলা সংবাদদাতা : সাপাহারে ৮০ বছর বয়সেও লুচিয়া হেমরম-এর ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। বয়সের ভারে নুয়ে পড়া লুচিয়া হেমরমের দিন চলে ভিক্ষাবৃত্তি করে। জানা গেছে, উপজেলার নূরপুর গুচ্ছপাড়া গ্রামের মৃত গাবরিয়েল হেমরমের স্ত্রী লুচিয়া হেমরম। নিঃসন্তান এ বৃদ্ধা মহিলাটি একটি কুঁড়েঘরে মানবেতর জীবন যাপন করছেন। দু’বেলা দু’মুঠো খেতে পেশা হিসেবে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তিকে। বয়সের ভারে নুয়ে পড়া লুচিয়া হেমরম ভিক্ষা করে যা পায় তা দিয়ে দিন চলে। তবে বয়স হওয়ায় এখন আর তেমন ভিক্ষায় বের হতে পারেন না। লুচিয়া হেমরম বলেন, আর কতো বয়স হলে একটা বয়স্ক ভাতার কার্ড পাবো। হাঁটাহাঁটি করতে শরীর আর কুলায় না। লাঠি ধরেও ঠিক মতো চলতে পারি না। একটা বয়স্ক ভাতার কার্ড চাই। এ ব্যাপারে সাপাহার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী বলেন, খোঁজ-খবর নিয়ে ওই বৃদ্ধার বয়স্ক ভাতার জন্য একটি কার্ড করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।