Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার

গোবিন্দগঞ্জে হামলা ভাংচুর লুটপাটের মামলা

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর লুটপাটসহ পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেও আতঙ্ক কাটেনি অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নূরকুতুব-উল-আলম পরিবারের। নিরাপত্তাহীন পরিবারটির সদস্যদের প্রতিনিয়ত গুম-খুনের অজানা শঙ্কা তারিয়ে বেড়াচ্ছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নূরকুতুব-উল-আলম পৈতৃক সূত্রে বসতবাড়ির প্রাপ্ত জমি বহুদিন ধরে ভোগদখল করে আসছিল। গত ৬ জানুয়ারি বসতবাড়ির সীমানা প্রাচীর নিয়ে অন্যান্য ভাই- বোনদের সাথে আলাপকালে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নূরকুতুব-উল-আলম-এর জ্যাঠাতো ভাই খোকা, হেলাল ও বেলালের সন্ত্রসীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বসতবাড়িতে হামলা-ভাঙচুরসহ লুটপাট চালায় এবং নূরকুতুব-উল-আলমের ছোট ভাই লিটন, বাদল ও বোন মুন খাতুনকে গুরুতর জখম করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নুরকুতুব-উল-আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে মামলা দায়ের পর থেকে বিবাদী খোকা, হেলাল ও বেলাল বাহিনীর সন্ত্রাসীরা মামলা তুলে নেয়ার জন্য নূরকুতুবসহ তার পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। নূরকুতুব-উল-আলমের পরিবারের অধিকাংশ সদস্য জীবিকার তাগিদে বাহিরে থাকায় তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, মামলার তদন্ত চলছে দোষীদের আইনের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ