রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাংচুর লুটপাটসহ পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেও আতঙ্ক কাটেনি অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নূরকুতুব-উল-আলম পরিবারের। নিরাপত্তাহীন পরিবারটির সদস্যদের প্রতিনিয়ত গুম-খুনের অজানা শঙ্কা তারিয়ে বেড়াচ্ছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নূরকুতুব-উল-আলম পৈতৃক সূত্রে বসতবাড়ির প্রাপ্ত জমি বহুদিন ধরে ভোগদখল করে আসছিল। গত ৬ জানুয়ারি বসতবাড়ির সীমানা প্রাচীর নিয়ে অন্যান্য ভাই- বোনদের সাথে আলাপকালে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নূরকুতুব-উল-আলম-এর জ্যাঠাতো ভাই খোকা, হেলাল ও বেলালের সন্ত্রসীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বসতবাড়িতে হামলা-ভাঙচুরসহ লুটপাট চালায় এবং নূরকুতুব-উল-আলমের ছোট ভাই লিটন, বাদল ও বোন মুন খাতুনকে গুরুতর জখম করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নুরকুতুব-উল-আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে মামলা দায়ের পর থেকে বিবাদী খোকা, হেলাল ও বেলাল বাহিনীর সন্ত্রাসীরা মামলা তুলে নেয়ার জন্য নূরকুতুবসহ তার পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। নূরকুতুব-উল-আলমের পরিবারের অধিকাংশ সদস্য জীবিকার তাগিদে বাহিরে থাকায় তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, মামলার তদন্ত চলছে দোষীদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।