Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে শনিবার সকাল থেকে। বাংলাদেশে রফতানিকৃত পণ্যবোঝাই ট্রাকের সিরিয়াল মেইনটেইন নিয়ে দ্ব›েদ্বর জের ধরে ওপারে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করে দেয়। তবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল বন্দর স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, বাংলাদেশে রফতানিকৃত পণ্যবোঝাই ট্রাকের সিরিয়াল মেইনটেইন নিয়ে দ্ব›েদ্বর জের ধরে ওপারে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করে দেয়।
বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর আ. জলিল জানান, পেট্রাপোলের বড় ব্যবসায়ীদের রফতানি পণ্যের চালান সিরিয়াল ব্রেক করে আগে বেনাপোল বন্দরে রফতানির নির্দেশ আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। এতে ছোট ব্যবসায়ীরা এ আদেশের প্রতিবাদ জানিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দেয়। আমদানি-রফতানি বন্ধের ফলে দু’দেশের বন্দর এলাকায় পচনশীল পণ্যসহ কয়েক হাজার ট্রাক আটকা পড়ে আছে। এর মধ্যে মেশিনারি, গার্মেন্টস সামগ্রীর কাঁচামালের পাশাপাশি মাছ, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য রয়েছে। বিষয়টি দ্রæত সমাধান না করলে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, ধর্মঘট প্রত্যাহারের জন্য কাস্টমস কর্মকর্তারা ধর্মঘট প্রত্যাহারে ব্যবসায়ীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ