Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণদের সাহিত্য বিপণন

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

এহসান আব্দুল্লাহ : গতকাল ছিল বইমেলার চতুর্থদিন। সরকারি ছুটির দিন থাকায় বইমেলায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবারের বইমেলার মূল আকর্ষণ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আজ ছিল শেষ দিন। ফলে মেলায় বিশিষ্ট লেখক সাহিত্যিকদের আনাগোনা ছিল অন্যদিনের তুলনায় একটু বেশিই। সকাল ১০টায় অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসের অনুবাদ সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন, বিকেল ৩টায় শিশু-সাহিত্যিক রাশেদ রউফের শিশু-কিশোর সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন, বিকেল ৫টায় বিশিষ্ট নাট্যজন সাজেদুল আউয়ালের বাংলা নাট্যসাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও সন্ধ্যা ৭টায় বইমেলার মূলমঞ্চে বাংলা ভাষার স্বরচিত কবিতা পাঠ মাধ্যমে পর্দা নামে এ সাহিত্য সম্মেলনের। মেলায় আজও ছিল শিশুপ্রহর তাই সকাল থেকেই শিশু-কিশোরদের আনাগোনা ছিল দেখার মতো। সবাই এসেছে তাদের অভিভাবকদের হাত ধরে। উচ্ছ্বাসের কোন কমতি ছিলনা তাদের মাঝেও। এবারের বইমেলায় স্টলগুলোতে তরুণ বিক্রয়কর্মীদের অংশগ্রহণ উল্ল্যেখ করার মতো। অনেকগুলো স্টল ঘুরে দেখা যায় বিক্রয়কর্মীদের মাঝে উচ্ছ্বাস ও আগ্রহ। তারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রী। বইমেলায় স্বল্পকালীন এ কাজ নিয়ে তারা রীতিমতো উচ্ছ্বসিত। তারা মনে করেন বইমেলায় এধরণের কাজের ক্ষেত্র আসলে তরুণদের জন্য অনেক ভালো একটা সুযোগ। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে অনেক শিক্ষার্থীরাই তাদেরকে লেখক জগতের সাথে নতুন ভাবে পরিচিত করাতে পারেন। তাছাড়া এখানে কাজ করার ফলে নানা ধরণের বইয়ের সাথে পরিচিতি ও নানা আঙ্গিকের লেখা দেখে তারা তাদের ব্যক্তিগত লেখালেখির জন্য অনেক বড় একটা ভা-ার তৈরি করে নিতে পারে। বইমেলায় এধরণের কাজ তাদের জ্ঞানের ভা-ারকে আরো সমৃদ্ধ করবে, যা তাদের পরবর্তী পেশাগত জীবনে কাজে লাগবে বলে তারা মনে করেন। কথা হলো এমনই কয়েকজনের সাথে। আদর্শ প্রকাশনীর বিক্রয়কর্মী ও ইডেন মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী এলসা আখি বলেন, আসলে বইমেলায় এ কাজ করাটা এক নতুন অভিজ্ঞতা দেয়। প্রকাশনীর সাথে সম্পৃক্ত হওয়া, লেখকদের সাথে পরিচিত হওয়া এবং নতুন বইগুলোর সাথে কাজ করা, বুক রিভিও করা, প্রুফ দেখা এর মাধ্যমে লেখালেখির একটা চর্চা হয়। ফলে একজন শিক্ষার্থীর জন্য পরে নিজেও একজন লেখক হয়ে উঠার ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা পালন করে। অন্যপ্রকাশের বিক্রয়কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র নুরউদ্দিন আহমেদ বলেন, আমি এ নিয়ে ৩টি বইমেলায় কাজ করছি। আসলে এখানে থাকলে অবসর সময়টা অনেক ভালোভাবে উপভোগ করা যায়। ধৈর্য ও অভিজ্ঞতা বাড়ে। বিভিন্ন লেখদের বই সম্পর্কে ধারণা পাওয়া যায়, ফলে পাঠক হিসেবে অনেক উৎসাহ পাওয়া যায়। নিজেকে লেখালেখির সাথে সম্পৃক্ত করার ও অন্যতম মাধ্যম এই স্বল্পকালীন এ কাজ কারণ প্রকাশনীর সাথে যোগাযোগ থাকারা ফলে তরুণ লেখক হিসেবে বেশী ঝামেলা পোহাতে হয়না তখন।
মেলায় আজ নতুন বই এসেছে ১৩৯টি এবং ৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলা

৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ