Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে দেপক দিবস পালিত

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পরিবর্তন চাইর দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৭ (দেপক দিবস) পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে আয়োজিত এ পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন ঝালকাঠি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মিনাল কান্তি বন্দ্যোপাধ্যায়। সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। পরিবর্তন চাইর জেলা সমন্বয়কারী সমকাল ও বাংলানিউজের প্রতিনিধি রহিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, হেমায়েত উদ্দিন হিমু, পলাশ রায় ও সুগন্ধা পৌর আদশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি শাহ আলম খলিফা। এ সময় অন্যান্যদের সার্ভাইভাস ইনভায়নমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি মিরাজ খান, পালট বড়ইয়া প্রতিবন্ধী সমিতির সভাপতি আলমগীর শরীফ, পরিবর্তন চাইর জেলা সহকারী সমন্বয়ক সোনিয়া আক্তার ও জাগো ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রাজু খানসহ প্রমুখ অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ