রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণ করছে স্থানীয় কিছু প্রভাবশালী। জানা যায়, উপজেলার রাজগাতী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে বসবাসকারী মৃত লাল মোহন রবিদাসের পুত্র কৃষ্ণ রবিদাস, যতন রবিদাস, বিকাশ রবিদাসের বসতবাড়ী থেকে বাহির হওয়ায় রাস্তা বন্ধ করে সরকারি খাস জায়গায় পার্শ্ববর্তী রাজগাতী খালপাড় গ্রামের প্রভাবশালী সাইফুল, শফিকুল, আজাহারুল ইসলাম গংরা পেশী শক্তি প্রয়োগ করে দোকান ঘর নির্মাণের পাঁয়তারা করছে। ইতিমধ্যে রাস্তা বন্ধ করে সরকারি জায়গায় ঘর নির্মাণের জন্যে খুঁটি পুঁতে রাখা হয়েছে। বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাধা দেওয়া সত্ত্বেও প্রভাবশালীরা সরকারি জায়গায় অবৈধ ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে বাড়ী থেকে বাহির হওয়াসহ বসবাস করা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারগুলো। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের লোকজন প্রতিকার চেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ময়মনসিংহ, উপজেলা নির্বাহী অফিসার নান্দাইল ও সহকারী কমিশনার (ভূমি) নান্দাইল বরাবর পৃথক পৃথক লিখিত অভিয়োগ দিয়েও অদ্যাবধি কোন প্রতিকার পাচ্ছেন না। এ ব্যাপারে নান্দাইল উপজেলা চেয়ারম্যান, রাজগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন বলেন, সরকার কোন ব্যাক্তিকে যদি কোন খাস জায়গা লীজ প্রদান করেন, তার পূর্বশর্ত হলো অবশ্যই লীজ আবেদনকারীর জায়গাটি পূর্ব হতে দখলে থাকতে হবে। কিন্তু যে খাস জায়গায় দোকান ঘর নির্মাণের পাঁয়তার করছে তা খালি জায়গা, বাজারের সম্পদ। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামীন বলেন, তিনি নিজে গিয়ে অবৈধ ঘর নির্মাণ বন্ধ করে দিয়েছেন। রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুকন উদ্দিন জানান, শতবছর ধরে সংখ্যালঘু পরিবারের লোকজন উক্ত জায়গায় বসবাস করে আসছে। এখানে দোকান ঘর নির্মাণ করা হলে উক্ত স্থানে বসবাসকারীরা বাড়ী থেকে বের হতে পারবেনা। এ ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির লোকজন জানায়, প্রভাবশালীরা ভূমি অফিসের লোকজনকে ম্যানেজ করে কালিগঞ্জ বাজারের এক খ- জায়গা লীজের নামে সারা বাজারে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলো অবিলম্বে তাদের বসতবাড়ীর সম্মুখ থেকে অবৈধ দোকান নির্মাণ কাজ বন্ধে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।