Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা উপকরণ বিতরণ

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড়ে মরিয়ম-বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭জন শিক্ষার্থীর মাঝে গতকাল শনিবার শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মাদ বিলাল প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন এবং সমাবেশে বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় পারদর্শী করতে দুইজন শিক্ষকের হাতে দুটি ট্যাব তুলে দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, অধ্যাপক মাহিদুল হক, সাংবাদিক সৈয়দ আমিনুর রহমান আচ্চু, সৈয়দ হাবিল আলী প্রমুখ। এরপর শেখর ইউনিয়নের সহ¯্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ট্যাব এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খান মো. বিলাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ