Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইয়াবাসহ আটক ২

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ে এক হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার সন্ধ্যার পর বোদা উপজেলার বেংহারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নীলফামারি র‌্যাব-১৩ এর একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলো- মো. রঞ্জু (৫৪) এবং মাসুদ (২৪)। আটককৃতদের বাড়ি পাবনার কাশিনাথপুর বলে র‌্যাব জানায়। র‌্যাব-১৩ ও স্থানীয় সূত্র জানায়, পাবনা জেলার মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন থেকে বোদা উপজেলার মাড়েয়া এবং বেংহারি ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক কেনাবেচা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার পর নীলফামারি র‌্যাব-১৩ এর এএসপি শাহিন কবীরের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিক্রির জন্য মজুদকৃত এক হাজার পিছ ইয়াবাসহ তাদের আটক করে। র‌্যাব-১৩ এর এএসপি শাহিন কবীর জানায়, আটককৃতদের নীলফামারি র‌্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ