Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে পঞ্চগড় প্রেসক্লাব এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ বিভিন্ন-শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন- প্রথম আলোর সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সমকালের সাংবাদিক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফিক, সময় টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম, পঞ্চ বার্তার সম্পাদক আলমগীর জলিল, মাছরাঙা প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, মাইটিভির প্রতিনিধি আবু তাহের আনসারী, চ্যানেল২৪-এর প্রতিনিধি এ হোসেন রায়হান, বৈশাখী টিভির প্রতিনিধি মোঃ শাহজালাল, নিউজ২৪-এর প্রতিনিধি সরকার হায়দার, ডিবিসি নিউজ-এর প্রতিনিধি মোঃ লুৎফর রহমান, আরটিভির প্রতিনিধি রাজিউর রহমান রাজু, বাংলা ভিশনের প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক নবচেতনার প্রতিনিধি বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা জাসদের নেতা জুয়েল প্রধান, জাসাসের বিভাগীয় নেতা ইউনুস শেখ, বিএনপির নেতা আবদুল্লাহ আল-মামুন রনিক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ