Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের পূর্ব-উত্তর কোটালীপাড়া এস.এস. ফাযিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। গতকাল শনিবার মাদরাসা মাঠে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপাধক্ষ্য শিহাবউদ্দিন ফকির, আরবি প্রভাষক আঃ মান্নান ও কাজী মহাসিন। এ  সময় শামসুল হক মোল্লা, হাজী জহুরুল ইসলাম, করিম সরদার, নজরুল ইসলামসহ স্থানীয় অভিভাবক গণ্যমান্য ব্যক্তিগণ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা অধ্যক্ষের সীমহীন দুর্নীতি, অনিয়ম, অসৌজন্যমূলক আচরণে অতিষ্ঠ এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত তার অপসারণ দাবি জানান। এর আগে অধ্যক্ষ আনোয়ার হোসেন অদ্বৈত্যভাবে আহ্বায়ক কমিটির সভাপতি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম. হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ