রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রাম পৌরসভার বৈরাগী বাজার নামক এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় মাদকসেবীরা এক যুবকের দোকানঘর ভাঙচুর করে সন্ত্রাসী তা-ব চালায়। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ এখনও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি। সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুরে বৈরাগীর বাজার দোকান ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসআই আবু তালেব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় মাদক ব্যবসায়ী রিপন ও লায়নকে ইয়াবাসহ ৪ দিন আগে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় বৈরাগীর বাজারের কসমেটিক ব্যবসায়ী ও মাদক ব্যবসার প্রতিবাদকারী সেলিমকে সন্দেহ করে মাদক ব্যবসায়ীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জাহেদুল ইসলাম ও ইদুলের নেতৃত্বে ৮/৯ জনের মাদকসেবী ও ব্যবসায়ীদের একটি দল সেলিমের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে দোকান ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বৈরাগীর বাজারে। ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।