রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইটভাটার কাজ সড়কে করায় এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ উঠেছে। ইটভাটার কাজ সড়ক জুড়ে করায় সড়ক দিয়ে যানচালাচল ও পায়ে হেঁটে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই অবস্থা নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ঈশ্বরগঞ্জ উপজেলা-দেওয়ানগঞ্জ এলজিইডি সড়কের জয়পুর এলাকায় বিএ-বি ব্রিকস নামে সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুঁইয়ার একটি ইটভাটা রয়েছে। সড়কের পাশে ইটভাটাটি হওয়ায় সড়কের দুই পাশে চলে ভাটার কার্যক্রম। একপাশে ইটবানানো আর অন্যপাশে হয় পোড়ানো। সড়ককে ঘিরে ভাটার কর্মযজ্ঞ চলায় সড়কটিতে ধুলার পলি পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচল করায় সৃষ্টি হয় ধুলার। রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে আশপাশ ধুলায় অন্ধকার হয়ে যায়। এছাড়া ধুলায় কাঠ পোড়ানো ও সড়কের পাশেই কয়লা ভাঙার কাজ করার অভিযোগ রয়েছে। ধুলায় আশপাশের সবুজ গাছ সবুজ হারিয়েছে। সড়ক দিয়ে মানুষের পায়ে হেঁটে চলাচল করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ। তিনি বলেন, ইটভাটার কাজ সড়কে করায় সড়কে ধুলার যন্ত্রণায় চলাচল করা যায় না। সড়কটি দেখলে বুঝার উপায় নেই এটি সড়ক না ইটভাটা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে ওই সড়ক দিয়ে। ভাটার মাটিতে ধুলায় শিক্ষার্থীদের পড়তে হয় দুর্ভোগে। এতে প্রায়ই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাই ওই অবস্থা থেকে পরিত্রাণ চেয়েছেন স্থানীয় এলাকাবাসী। প্রায় একই অবস্থা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের আরো কয়েকটি ইটভাটায়। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ উপজেলায় অন্তত ১৫টি ইটভাটা রয়েছে। বেশির ভাগ ইটভাটায় নিয়ম মেনে পরিচালিত হচ্ছে না। প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষেত্র বিশেষে প্রায় ২৪ ফুট প্রস্থের সড়কটির অনেকাংশ দখল করে ইটভাটার কাজ করায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে ইটভাটার মালিক সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুঁইয়া জানান, সড়কে ধুলা-বালি হওয়ার কারণে পানি দিয়ে তা নিরসন করেন। ইটভাটার কাজ সড়কে করেন না, কাঠও পোড়ান না। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার বলেন, ইটভাটাগুলোতে দ্রুত অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।