রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শীতকালীন মৌসুমে সবজির মধ্যে টমেটো বাম্পার ফলন হওয়ায় সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকরা টমেটোর ন্যায্যমূল্য পাচ্ছে না। ফলে তাদের মাথায় হাত পড়েছে। পানির দামে বিক্রি করতে হচ্ছে টমেটো সবজি। প্রতি মণ টমেটো বাজারে পাইকারী ৭০/৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুরচা প্রতি কেজি টমেটোর দাম ৩ টাকা। কৃষকরা জানান, এ দামে টমেটো বিক্রি করে উৎপাদনের খরচ উঠবে না। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কৃষকদের কাছ থেকে টমেটো কিনে এভাবেই স্তূপ করেছে বেপারিরা। এখান থেকে ট্রাকে বোঝাই করে ঢাকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন বাজারে নেওয়া হয়। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা ঈদগা মাঠ থেকে ছবিটি তুলেছেন আমাদের কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা টি এম কামাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।