রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা ও রামপূর গ্রামের স্থানীয় কয়েকজন সন্ত্রাসী সুপ্রীমকোর্টের রায়কে অমান্য করে দৈনিক খোলা কাগজ ও বাংলাদেশ টু ডে পত্রিকার ভালুকা প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাতের ১৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার নারাঙ্গী মৌজার ২৪৮নং দাগের ৫৬ শতাংশ, ২৮৯ নং দাগের ৪৪ শতাংশ, ২৮৮নং দাগে ৭ শতাংশ ও লোহাবৈ মৌজার ২৮নং দাগে ৮৬ শতাংশ জমি আরওআর-এর মালিকের উত্তরাধিকারগণের কাছে থেকে মোট ১ একর ৯৩ শতাংশ জমি মাহমুদুল হাসান ফোরাতের পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোফাজ্জল হোসেন ক্রয় করেন। জমি ক্রয় করার পর স্থানীয় কয়েক জন সন্ত্রাসী ওই জমি দখল করে রাখে। মাহমুদুল হাসানের পিতা মোফাজ্জল হোসেন নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়ে ২৩/৮৮ সালে স্বত্বের মামলা করেন। ওই মামলায় আদালত মোফাজ্জল হোসেনের পক্ষে রায় দেন। পরে মোফাজ্জল হোসেন ৪৩/৯৩ নং একটি দলিল পন্ডের মামলা করেন। ওই মামলা পরবর্তীতে হাইকোর্ট মোফাজ্জল হোসেনের পক্ষে রায় দেন। পরবর্তীতে বিবাদী ওয়াজ উদ্দিন বাদী হয়ে ৭৯৬/২০০৩ সুপ্রীম কোর্টে লিভটু আপিল করেন। লিভটু আপিলটিও মোফাজ্জল হোসেন পক্ষে রায় হয়। এছাড়াও মোফাজ্জল হোসেনের গত ০২/০৪/১৯৯৫ তারিখ ময়মনসিংহ জজ কোর্টে একটি বাটোয়ারা মামলা করেন। ওই মামলা মোফাজ্জল হোসেনের পক্ষে চূড়ান্ত রায় হয়। রায়ের প্রেক্ষিতে ২৪/০৮/২০১৬ তারিখ কোর্ট কমিশন জমিটি মোফাজ্জল হোসেনকে বুঝিয়ে দেন। এছাড়াও আদালত কর্তৃক ওই জমিতে স্থানীয় নিষেধাজ্ঞা জারি রয়েছে। কোর্ট কমিশন কর্তৃক জমি সরেজমিন বুঝিয়ে দেয়ার পরও স্থানীয় সন্ত্রাসী দুলাল, বুলবুল, বাবর আলী মহব্বত উল্যাহ, হালিম, সেলিম, শাউন, ওয়াজ উদ্দিন, আছিয়া খাতুন, হানিফা নেতৃত্বে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে জমিটি দখলের চেষ্টা করছে। এ ঘটনায় ভালুকা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভালুকা মডেল থানার এসআই মান্নান তালুকদার বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।