রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের দক্ষিণ অঞ্চলের ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের দুই পার্শ্বের সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপরে প্রতিনিয়তই বিভিন্ন রকমের স্থাপনা গড়ে উঠছে। বিশেষ করে পাকা স্থাপনার সংখ্যা ক্রমেই বেড়ে উঠায় স্থায়ীভাবে দখল হয়ে যাচ্ছে মূল্যবান সরকারি সম্পত্তি ও ফুটপথ। কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশের তোয়াক্কা না করে স্থায়ীভাবে নির্মিত এসব দখলকরা সরকারি জায়গার ওপর নির্মিত ঘরগুলোতে জাঁকজমকপূর্ণ দোকান পাট গড়ে তুললেও কঠোর কোন ব্যবস্থাই নেয়া হচ্ছে না। অন্যদিকে অবৈধভাবে রাস্তার দু’পাশে দোকান পাট গড়ে উঠায় মহাসড়ক সকীর্ণ হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ফুলবাড়ী অঞ্চলের সড়ক ও জনপথ বিভাগের জায়গার ওপর নির্মিত অবৈধ দখলকারীদের স্থাপনা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভেঙে দেয়া হলেও পুনরায় ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারও অবৈধ দখলকারীরা সেই জায়গাগুলোতে দালান কোটা এবং দোকান পাট গড়ে তুলে দেদারছে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ফলে রাস্থার দুই ধারের জায়গা ক্রমেই সংকীর্ণ হয়ে যাচ্ছে। বর্তমানে দূরপাল্লার যানবাহন চলাচলে যেমন বিঘœ ঘটছে তেমনি পথচারীরাও স্বাভাবিকভাবে ফুটপথ ব্যবহার করতে পারছে না। উল্লেখ্য যে, ফুলবাড়ীর ছোট যমুনা নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় ফুটপাত ও জায়গা দখল করে দখলকারীরা দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এভাবে ঢাকা মোড় থেকে ছোট যমুনা ব্রিজ সংলগ্ন রাস্তার দুই ধারের পুরো এলাকা দখল এখন অবৈধ দখলদারদের দখলে। শহরের স্থানীয় বাসিন্দারা বলছেন, পৌর শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় যেখানে বহুতল বিল্ডিং নির্মাণ হয়েছে তার বেশির ভাগ জায়গা সড়ক ও জনপথ বিভাগের হলেও দেখার কেউ নেই। সংশ্লিষ্ট মহলের দেখভাল না থাকায় যার যেমন ইচ্ছা সে সেভাবেই ঘর বাড়ি, দোকান পাট নির্মাণ করছে। গত তিন বছরে ফুলবাড়ী দিনাজপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০জনের অধিক প্রাণ হানি ঘটেছে। এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক মহল, সুধিজন, সাংবাদিক বিষয়টি সরেজমিনে তদন্ত করে অবৈধ দখলকারীদের উচ্ছেদপূর্বক আইনগত ব্যবস্থা নিতে যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।