রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : অদম্য ইচ্ছা শক্তি বলেই নিয়তির কাছে হার মানেনি জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী যুবক মো. আমিনুল ইসলাম। নিজেকে প্রতিষ্ঠিত করতে শত দুঃখ-কষ্ট আর অভাবকে পায়ে ঠেলে চলছিলো সে। হঠাৎ দুটি কিডনি অকেজো হয়ে পরায় তাকে ঘোর অন্ধকার চারদিক থেকে ঘিরে ফেলে। সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান আমিনুলের দু’টি কিডনিই অকেজো, কিডনি প্রতিস্থাপন করে হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, এতে কমপক্ষে ১০ লাখ টাকার প্রয়োজন। বর্তমানে সপ্তাহে ২দিন ডায়ালাইসিস করাতে হয়, ব্যয় হয় কমপক্ষে ৬ হাজার টাকা। সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর কারিগর পাড়ার দরিদ্র পরিবারের মরহুম ইউসুফ আলীর ৫ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী ও মেধাবী ছাত্র মো. আমিনুল ইসলাম। আমিনুল ২০০৯ সালে কৃতিত্বের সাথে এসএসসি ও ২০১২ সালে এইচএসসি পাশ করে বর্তমানে সিরাজগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানে অনার্স ৩য় বর্ষের ছাত্র। দৃষ্টি প্রতিবন্ধী হলেও সে খুব সামান্য কিছু দেখে। তাই সে ম্যাগনিফাইড গ্লাস দিয়ে পড়াশুনা করে। আমিনুলের চিকিৎসা এখন খুব জরুরি হয়ে পড়েছে। এতদিন নিকট স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় চিকিৎসা চালিয়ে আসলেও আর চলছে না। এমতাবস্থায় তার পরিবারের পক্ষেও এই ব্যয় বহুল চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহয্য পাঠনোর ঠিকানা-
মো. আমিনুল ইসলাম
পিতা মরহুম ইউসুফ আলী
মাছুমপুর কারিগর পাড়া
সিরাজগঞ্জ পৌর এলাকা সিরাজগঞ্জ।
মোবাইল ০১৭১৭০৫১৩৩৬ (বিকাশ)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।