Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১০

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। জানা যায়, শেরপুরের গারো পাহাড়ের গজনী অবকাশে পিকআপ ভ্যানে করে পিকনিকে যাওয়ার পথে ঢাকাগামী একটি কোচের ধাক্কায় ঝিনাইগাতীর মাটিয়া কুড়ায় পিকআপ ভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই আবু হামজা (১৪) ও সাইফুল (১৪) নামের দুই পিকনিক যাত্রী কিশোরের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত ১০ জন। হতাহতরা সবাই জেলার শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দার বাসিন্দা। পুলিশ কোচ ও পিকআপ ভ্যান দুটিকে আটক করেছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ