রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সাড়ে ৬ ঘন্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এসময় ঘাট এলাকায় আটকে পড়ে প্রচন্ড শীতে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হন। এসময় উভয় ঘাটে ৩ শতাধিক যানবাহন পারাপারের অক্ষোয় আটকে পড়ে উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সন্ধ্যারাত থেকেই কাঁঠালবাড়ি-শিমুলীয়া নৌরুটে কুয়াশার প্রকোপ রাড়তে শুরু করে। রাত সাড়ে ৩টার দিক কুয়াশার প্রকোপ তীব্র আকার ধারন করলে এসময় সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এসময় মাঝ পদ্মায় ৬ টি ফেরিসহ নৌরুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয়। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিক কুয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন , ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকে পড়েছে। তবে আমরা যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।