Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ

ভূমিদস্যুদের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ভূমিদস্যুদের বিরুদ্ধে পুরো রূপগঞ্জ উপজেলা উত্তাল হয়ে উঠেছে। নিরীহ এলাকাবাসীর জমি না কিনে জবরদখল করে বালু ভরাট, প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ বিভিন্ন অভিযোগে ভূমিদস্যুদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী। এলাকাবাসীর পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আ.লীগ নেতাকর্মীরাও মামলা-হামলা থেকে বাদ পড়েনি। কায়েতপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি জায়েদ আলীকে মুখোশধারীরা হত্যা ও গুমের চেষ্টা চালায়। এসব নিয়ে বেশ কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ১০টি স্পটে ঘণ্টাব্যপী সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে আ.লীগ নেতাকর্মীসহ হাজার হাজার নারী-পুরুষ। বিক্ষুব্ধদের একটাই কথা- ‘জান দেবো, তবুও জমি দেবো না’। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে  বিশ^রোড, ভুলতা, গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও কাঞ্চন মায়ারবাড়ি, কালনি, গোলাকান্দাইল পেট্রোল পাম্প এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ নারী-পুরুষ। তারা দুটি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। পুলিশ প্রশাসন বিক্ষুব্ধদের বুঝিয়ে-শুনিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনের পক্ষ থেকে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস পেয়ে বিক্ষুব্ধরা সড়ক থেকে সড়ে পড়েন। পৃথক বিক্ষোভ মিছিলে এলাকাবাসীর পক্ষে নেতৃত্ব দেন, উপজেলা আ.লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, মনজুর হোসেন ভুইয়া, ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া, আ.লীগ নেতা এমায়েত হোসেন, শাহরিয়ার পান্না সোহেল (ভিপি), তাবিবুল কাদির তমাল, যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, কাঞ্চন পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, রেজাউল করিম মানজুর, সালাউদ্দিন ভুইয়া, সাইদ সোহেল, সাইফুর রহমান স্বপন, মুশফিকুর রহমান রিপন, রমজান হোসেন, নাদিম মিয়া, ইমন হাসান খোকন, রাজিব, ইব্রাহীম প্রমুখ। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় ভূমিদস্যুদের হাতে জিম্মি হয়ে পড়েছে জমির মালিক ও নিরীহ এলাকাবাসী। নিরীহ এলাকাবাসী প্রতিবাদ করতে গেলেই পুলিশ প্রশাসন দিয়ে মামলা-হামলা ও বিভিন্ন হয়রানি করে থাকে। এছাড়া জোরপুর্বক জমি জবর-দখল করে বালু ভরাট করার প্রতিবাদ করায় কায়েতপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি জায়েদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করানো হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ভূমিদস্যুদের কোন প্রকার ছাড় নেই। এছাড়া ভূমিদস্যুতার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ