Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকাশ করলেই ১০ শতাংশ ক্যাশব্যাক

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’তে ১১২ টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বই কিনে বিকাশ-এ মূল্য পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন বিকাশ গ্রাহকরা। গ্রাহকদের জন্য এই অফারটি চলবে বই মেলার শেষ দিন ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, বিগত তিন বছরেও বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বই কেনার মূল্য বিকাশ দিয়ে পরিশোধে অনুরূপ ক্যাশব্যাক সুবিধা প্রদান করেছিল বিকাশ। বিকাশ দিয়ে কেনাকাটায় কোনো অতিরিক্ত চার্জ প্রদান করতে হবেনা। গ্রাহক মূল্যপরিশোধ করার পরবর্তী দুই কর্ম দিবসের মধ্যেই তার বিকাশ একাউন্টে ক্যাশ ব্যাকের পরিমাণ জমা হবে। বিকাশ ব্যবহারকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে যেয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট’ পছন্দ করতে হবে। এরপরে কিছু ইন্টার‌্যাক্টিভ ধাপ অনুসরণ করে এই সেবাটি গ্রহণ করা যাবে। বিকাশ একাউন্ট খোলা একদম ফ্রি। যেকোনো পূর্ণবয়স্ক ব্যক্তি তার জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং সাথে দুই কপি ছবি দিয়ে বিকাশ এর যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। বর্তমানে দেশজুড়ে বিকাশ এর ১ লাখ ৬৫ হাজারেরও বেশি এজেন্ট রয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাশব্যাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ