বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হোসনে আরা
মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হোসনে আরা জাহান (৬৩) বুধবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশকিছু দিন লিভারের রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ২ কন্যাসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এম আর খানের সহধর্মিণী ছিলেন। গতকাল (বৃহস্পতিবার) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে তার লাশ মাগুরা আনা হয়। পরে দুপুর ২টায় মাগুরা সরকারী কলেজ মাঠ এবং বাদ আছর স্বামীর নিজ গ্রাম শ্রীপুর উপজেলার কমলাপুর কলেজ মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাজী আব্দুল মালেক
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব আলহাজ মো. জালাল উদ্দিন বকুলের পিতা হাজী আবদুল মালেক (৮৭) গতকাল বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা জেলা কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়ন দক্ষিণ ধর্মশুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ্ িওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ নাতি-নাতনী বহু গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ যোহর মরহুমের নামাজে জানাজার পর তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের ইন্তেকালে খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত হাফেজ মাওলানা শাহ্ আতাউল্লাহ্ ইবনে হাফেজ্জী হুজুর ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মধুপুর পীর হযরত মাওলানা আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।