Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানারাত কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বিপুল উৎসাহ-উদ্দীপনায় মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল-কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। গত ৩১ জানুয়ারি তিনদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. মেহদী হাসান প্রমানিক। প্রতিযোগিতার প্রথমদিন জুনিয়র বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরের দিন বুধবার অনুষ্ঠিত হয় বালিকা শাখার প্রতিযোগিতা। এদিন প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারা বেগম।
ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় এবং শেষ দিনের বালক শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক এ.টি.এম ফজলুল হক।
পুরো প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. মেহদী হাসান প্রামানিক। সার্বিক সহযোগিতায় ছিলেন উপাধ্যক্ষ ফাতেমা জেমাইমা রহমান ও মুনশী মো. হারুন-অর-রশীদ।
তিনদিন ব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রায় বিশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র শাখার বর্ণালী ডিসপ্লে সবার মন জয় করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ