Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তার দাবি জাতীয় দলের সাবেক ফুটবলারের

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আসাদুজ্জামান আসাদ পৈত্রিক সম্পত্তি ভোগ দখলে সহায়তা ও জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন। গত বুধবার খুলনা প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে আপন বড়ভাই নগরীর ৩২০ শেরে বাংলা রোডের বাসিন্দা মনিরুজ্জামান মনি পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, বহুমুখী ষড়যন্ত্র, তার ও তার স্ত্রীর জীবননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খুলনা মহানগরীর বানিয়াখামার মৌজায় (এসএ নং ৫০৪০ ও আরএস ১৮৮২৭ নম্বরের) ভূমিসহ দ্বিতল ভবন তার পৈত্রিক সম্পত্তি। জাতীয় ফুটবল দলে খেলার সুবাদে দীর্ঘদিন ঢাকায় এবং তার মেঝভাই ইতালী প্রবাসে থাকায় বড় ভাই মনিরুজ্জামান মনি ওই বাড়ী, সিমেন্টের ব্যবসাসহ পিতার সকল সম্পত্তি একাই ভোগ দখল করেন। ২০০২ সালে পিতার ইন্তেকালের পর ব্যবসা প্রতিষ্ঠান, নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সম্পত্তি আমার বড় ভাই মনিরুজ্জামান মনি কৌশলে নিজের জিম্মায় নিয়ে নেয়। ১২ বছর ভোগ দখলের পর ২০১২ সালে ঢাকা থেকে বাড়ী ফিরে এলে ওয়ারিশসূত্রে পৈত্রিক সম্পত্তির ভাগ চাইলে বড় ভাই তার ওপর মারাত্মক ক্ষিপ্ত হয়। স্থানীয়ভাবে আত্মীয়-স্বজনদের মীমাংশায় আমাকে বাড়ীর ভাগ দিলেও; সেই থেকে বিভিন্ন সময় জীবননাশের হুমকি দিতো। তবে বাবার সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানটি কৌশলে দখলে নেন তিনি। সম্প্রতি আমার ভাগের বাড়ীর ২য় তলায় উঠার সিড়ি ব্যবহার করতে বাধা দিচ্ছেন বড় ভাই। মই লাগিয়ে দ্বিতীয় তলায় উঠার নির্দেশ দিচ্ছেন। গত ২৪ জানুয়ারি রাত ৯টার দিকে সন্ত্রাসীদের দিয়ে তাকে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন (যার নং-১৩৫৪, ২৫-০১-১৭ইং) তিনি। এখন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার (অবসরপ্রাপ্ত) যুগ্ম-ব্যবস্থাপক (ক্যাশ) মরহুম আব্দুল আজিজের ছোট ছেলে সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় আসাদুজ্জামান আসাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ