Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচুয়ায় পুলিশ ও অভিভাবক সংঘর্ষে আহত ৫

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কচুয়া (চাঁদপুর)উপজেলা সংবাদদাতা : চাঁদপুরের কচুয়ায় পুলিশ ও অভিভাবক সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো- পুলিশ কনস্টেবল হারুন, রোস্তম আলী ডিগ্রী কলেজের ছাত্র আনোয়ার হোসেন, সবুজ পাটওয়ারী, মহন ও ব্যবসায়ী রুবেল। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার শুরু হওয়ার আধঘণ্টা পূর্বে দায়িত্বরত পুলিশ কনেস্টবল হারুনের সাথে আনোয়ার হোসেনের বাকতি-া হয়। পরে কনস্টেবল হারুন আনোয়ারের ওপর লাঠিচার্জ করে। তাকে উদ্ধার করার জন্য সবুজ ও মহন এগিয়ে আসলে তাদেরও লাঠিচার্জ করে। এতে করে তারা গুরুতর আহত হয়। অভিভাবক আনোয়ার জানান, আমার ছোট বোনকে পরীক্ষার কেন্দ্রে দিতে আসার সময় কনস্টেবল আমাকে পথগতিরোধ করে। পরে তাকে জিজ্ঞাসা করলে অতর্কিতভাবে আমার ওপর লাঠিচার্জ করে। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রের পাশে বিক্ষোভ করে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ