রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বাড়ীর সীমানায় বেড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে মোঃ সামসু উদ্দিন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী শংকর বর্মন ও সাগর বর্মন। গত মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামে তাকে পিটিয়ে আহত করেছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জানা যায়, মুক্তিযোদ্ধা সামসু উদ্দিনের বাড়ীর লাগ সীমানায় শংকর বর্মনদের বাড়ী। উভয়ের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। কিছুদিন পূর্বে গ্রামের মাতব্বরদের হস্তক্ষেপে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মুক্তিযোদ্ধা সামসু উদ্দিন ও শংকর বর্মনরা মাঝখানে জায়গা রেখে পাশাপাশি দুটি পাকা ঘর নির্মাণ করে। মুক্তিযোদ্ধা সামসু উদ্দিন গত মঙ্গলবার মাঝের ফাঁকা জায়গার মধ্যাংশে তার সীমানায় একটি টিনের বেড়া দিয়ে তার জায়গাটুকু সীমানার ভিতরে নিয়ে যায়। এতে শংকর বর্মনরা ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা সামসু উদ্দিনকে মারাত্মকভাবে লাঠি পেটা করে। মাথায় মারাত্মক আঘাতসহ রক্তাক্ত যখম অবস্থায় সামসু উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজন তাকে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হলে দেড় দিন আইসিইউতে থাকার পর বুধবার রাত ১টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিবপুর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ঘটনার পর শংকর বর্মন ও সাগর বর্মন বাড়ী ছেড়ে পালিয়ে গেছে। যার ফলে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।