রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মধুখালী (ফরিদপুর) উজেলা সংবাদদাতা : মধুখালী পৌরসভা এলাকায় ভূমির কর কমানোর দাবিতে মধুখালী প্রেসক্লাব চত্তরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাজী আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবু সাঈদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী পৌর আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী মিয়া, আ.লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান বাবলু, আব্দুল হাই বাশি অশোক পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি কাজল বসু, সহ-সভাপতি সৈয়দ এটিএম মাসউদ, যুগ্ন সম্পাদক শাহজাহান হেলাল, সাংগঠনিক সম্পাদক এস এম আবুল বাসার, দপ্তর সম্পাদক সালেহীন সোয়াদ ও মেহেদী হাসান প্রমুখ। বক্তারা বলেন, সরকারের নিয়ম অনুযায়ী ২৫ বিঘা পর্যন্ত কৃষি ভূমির কর মওকুফ থাকার নিয়ম থাকলেও পৌর এলাকায় তা মানা হচ্ছে না। বক্তারা সরকারের সুনির্দিষ্ট আইন অনুসারে খাজনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।