Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাড়া খাটতে এসে অস্ত্রসহ আটক ১১

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ভাড়া খাটতে এসে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে ৫টি দেশীয় অস্ত্র, ২টি মাইক্রোবাসসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্য ঘটনায় পুলিশ দুই জামায়াত কর্মীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের আসলাম হোসেন, আরমান হোসেন, চাপালি গ্রামের ইনজামুল হক মাসুক, দুর্গাপুর গ্রামের আকরাম হোসেন, ভাটপাড়া গ্রামের আবু তালেব, আরিফ হোসেন, সুন্দপুর গ্রামের রিয়ান, ছোট ভাটপাড়া গ্রামের মাহমুদ আল মামুন, শ্রীরামপুর গ্রামের ইমরান হোসেন, কাশিপুর গ্রামের নাজমুল হোসেন ও বলিদাপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন। পুলিশ তাদের কাছ থেকে ২টি ছুরি, ১টি হাসুয়া, ১টা রামদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) জয়নাল আবেদীন সরকার জানান, কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের এক মেয়েকে অপহরণের বাঁধা দেয়ায় দুটি মাইক্রোবাসে করে সন্ত্রাসীরা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ও ৩ নং ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিনকে মারার জন্য আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে দেশি অস্ত্রসহ ১১ জনকে আটক করে। অপরদিকে একই রাতে নাশকতা মামলার আসামি দুই জামায়াত কর্মী কোটচাঁদপুর উপজেলার কাঠালিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে জিল্লুর রহমান ম-ল ও তার ভাই জামায়াত কর্মী লিটন ম-লকে গ্রেফতার করেছে পুলিশ।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ