রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদী শহরের দত্তপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাদেক, মাসুম ও সাত্তার গ্রেফতার হয়েছে। বুধবার রাত ১০টায় নরসিংদী মডেল থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ ১টি রিভলভার, ১৬ রাউন্ড র্শটগানের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার দারোগা মোস্তাক আহম্মেদ পুলিশ নিয়ে দত্তপাড়া এলাকা ঘেরাও করে। এসময় তারা তল্লাশি চালিয়ে সাদেক, মাসুম ও সাত্তার নামে তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উল্লেখিত অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করে। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা শহরের শীর্ষ সন্ত্রাসী পারভেজ ও বাবু বাহিনীর সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।