Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

পরকীয়ার জেরে কৃষক হত্যা

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়ার জের ধরে বুধবার মধ্যে রাতে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত কৃষক উপজেলার তিল্লী ইউনিয়নের আকাশী গ্রামের লুৎফর রহমানের পুত্র আবুল হোসেন (৪০)। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। গ্রামবাসী জানায়, উপজেলার আকাশী গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী দুই সন্তানের জননী রাশেদার সাথে আবুলের পরকীয়ার সম্পর্ক ছিল। বুধবার রাতে আবুল রাশেদার বাড়িতে গেলে কয়েকজন মিলে তাকে পিটিয়ে তার পা ও পুরুষ অঙ্গ থেতলিয়ে দিয়ে চোর অপবাদ দিয়ে বেঁধে রেখে স্থানীয় মেম্বারকে খবর দেয়। আহতাবস্থায় আবুলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ঘরে তালা লাগিয়ে রাশেদার পরিবারের সকলে পলাতক রয়েছে। সাটুরিয়া থানার এসআই রেদওয়ান খান জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ