বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : বাংলাদেশে সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন।
এ সময় ফিলিস্তিনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন। পরে ১টা ৫৭ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।
পরে ১ টা ৫৯ মিনিটে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করে স্মৃতিসৌধে একটি বকুল ফুলের গাছের চারা রোপণ করেন। পরে ২টা ১০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হন। এসময় তার সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকসহ ও সাভারের স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।