বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোর্ট রিপোর্টার : বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে মো. সানাউল্লাহ মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত ২৮ জানুয়ারি ২০১৭-এ সংক্রান্ত বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সচিব মো: আফজাল উর রহমান মো: সানাউল্লাহ মিয়াকে বিজয়ী ঘোষণা করেন। ওই গেজেটে বলা হয়, বার কাউন্সিল বিধি ৯০(১)(এ) এর বিধান মোতাবেক বার কাউন্সিল নির্বাচন-২০১৫-এ সাধারণ আসন থেকে নির্বাচিত সদস্য মোহাম্মদ আমীর-উল ইসলাম (এম. আমীর-উল ইসলাম) গত ২৩ জানুয়ারি পদত্যাগপত্র বার কাউন্সিল সচিব বরাবর দাখিল করায় বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ (এ) এর বিধান মোতাবেক ২০১৫ সালের বার কাউন্সিল নির্বাচনের সাধারণ আসনে অংশগ্রহণকারী পরবর্তী সংখ্যক ভোটপ্রাপ্ত (৮ম স্থান অধিকারী) প্রার্থী মো: সানাউল্লাহ মিয়াকে সাধারণ আসনে নির্বাচিত ঘোষণা করা হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।