Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাইবান্ধায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘেরাও বিক্ষোভ সমাবেশ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, সেচপাম্প মালিক ও বসতবাড়ির গ্রাহকদের ১৩ দফা দাবি আদায়ের লক্ষে বিদ্যুৎ কার্যালয়ের সামনে গতকাল বুধবার বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করে। বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে উত্থাপিত উল্লেখযোগ্য দাবি গুলো হচ্ছেÑ ২০১৩ থেকে ২০১৬ অর্থ বছরে সেচপাম্প মালিকদের কাছ থেকে মিটার ছাড়া অতিরিক্ত ও অনির্ধারিত বিল বাতিল, মিটার ছাড়া অতিরিক্ত ও অনির্ধারিত বিল বাতিল করে পূর্বের পরিশোধিত অনির্ধারিত বিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলসমূহের অর্থ সমন্বয়, সেচপাম্প মালিকদের অস্থায়ী সংযোগ বিচ্ছিন্ন করার পরও যাদের বিদ্যুৎ বিল করা হয়েছে তা বাতিল, সরকার ঘোষিত ৩০ ভাগ ভর্তুকির টাকা কৃষকদের ফেরত প্রদান, মিটার অনুযায়ি ইউনিট ভিত্তিক বিদ্যুৎ বিল নির্ধারণ, অবৈধ সংযোগের জন্য সেচপাম্প মালিকদের কাছে সিস্টেম লস দায় না চাপানো, দুর্নীতিবাজ জুলকার নাইন সফিসহ সকল দুর্নীতি পরায়ণ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, দুর্নীতিবাজ লাইনম্যানদের অবৈধ সংযোগ খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, সামান্য বৃষ্টি ও বাতাসে বিদ্যুৎ চলে যাওয়া রীতি বন্ধ ও লোডশেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান, ডমেস্টিক গ্রাহকদের হয়রাণিমূলক অতিরিক্ত বিল বন্ধ। বিলিং মেশিন রংপুরের পরিবর্তে গাইবান্ধায় স্থাপনের দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাসুদুর রহমান মাসুদ, আনাউর রহমান, গোলাম রব্বানী, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান সুমন, আহমাদুর রহিম, আবুল কালাম আজাদ প্রমুখ।
এদিকে নির্বাহী প্রকোশলী জানান, আমি সবেমাত্র গাইবান্ধা যোগ দান করেছি। বিগতদিনের অতিরিক্ত বিলের অভিযোগ পেয়েছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানিয়েছি, খুব শিঘ্রই সিন্ধান্ত নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ