Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পুষ্প মেলা শুরু হচ্ছে কাল

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : মনিবাজার আঙ্গিনায় বৈকালী সংঘের আয়োজনে ওয়ান ব্যাংকের সহযোগিতায় আগামী শুক্রবার হতে শুরু হচ্ছে তিনদিনের ওয়ান ব্যাংক পুষ্প মেলার। ১৯৮৫ সাল থেকে সফলভাবে বৈকালী সংঘ আয়োজন করে আসছে এ পুষ্প মেলার। গত বছর থেকে এর সাথে যুক্ত হয়েছে ওয়ান ব্যাংক। শুধু মেলায় নয় মেলাকে সকলের কাছে প্রানবন্ত করে তোলার জন্য রয়েছে শিশুদের চিত্রাংকন, আবৃতি, ছড়াগান, নৃত্য প্রতিযোগিতা। সবার জন্য রয়েছে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার ৩ ফেব্রুয়ারি সকালে এ মেলার উদ্বোধন করবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আজাদ ও ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড, মুহাম্মদ মিজান উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক।
গতকাল সকালে আয়োজক প্রতিষ্ঠান বৈকালী সংঘ ও ওয়ান ব্যাংক যৌথভাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সভাপতি এ ওয়ইি এম মনিরুজ্জামান, ওয়ান ব্যাংকের সিনিয়র এসিভিবি ও রাজশাহী শাখার ব্যবস্থাপক আবদুল মান্নান, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু। বৈকালী সংঘ খেলা ধুলার আয়োজন, প্রশিক্ষণের পাশাপাশি নানা ধরণের সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। ইতোমধ্যে হকি ক্রিকেটে তৈরী করেছে অনেক খ্যাতিমান তারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ