Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় মুয়াজ্জিনকে হাতুড়িপেটা নিয়ে সংঘর্ষ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মুয়াজ্জিনকে হাতুড়িপেটানো নিয়ে গ্রাম্য দুই দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সংঘর্ষে বাড়ি ঘর ভাঙচুর ও ১০ ব্যক্তি আহত হয়। গতকাল বুধবার সকালে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, পুর্বশত্রুতার জেরধরে গত মঙ্গলবার সন্ধায় কোনাগ্রাম জামে মসজিদের মুয়াজ্জিন ও শাহাবুদ্দিন মেম্বারের সমর্থক শাহজাহান খানকে প্রতিপক্ষ মমিন মাতুব্বারের সমর্থকরা হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। এরই সুত্রধরে বুধবার সকালে উভয় দলের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষকারীরা ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে।  এ সময় উভয় দলের কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাছিম বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ