Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী শুভ বাবার বিলাপ ছেলে ফিরবে তো?

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম শুভ কোথায় আছে, কেমন আছে এ নিয়েই টেনশনে তার পরিবার। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো শুভ’র। কিন্তু পরীক্ষায় অংশ নিতে পারার চেয়েও শুভ’র বর্তমান পরিস্থিতি ও অবস্থান নিশ্চিত হতে পারাটাই এখন একমাত্র বিষয় তার পরিবারের কাছে। গত দু’দিন ধরে নিখোঁজ শুভ’র পরিবারের সদস্যদের প্রতিটি মুহূর্ত কাটছে এক অজানা শঙ্কায়। তার বাবা শফিকুল ইসলামের প্রলাপ করা প্রশ্ন ছেলে ফিরে আসবে তো? আর পুত্র চিন্তায় তার মা আয়েশা আক্তার ডলি তো পাগল প্রায়।
পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরক্ষার্থী শুভ। স্কুলের জি শাখায় তার রোল নম্বর ১১। পরিবার-পরিজনের সাথে হাজারীবাগ থানাধীন শেরে বাংলা রোডের ৯ নং হোল্ডিংস্থ ৫ম তলায় বসবাস করে সে। শুভ’র দিশেহারা পরিবারের সদস্যরা জানান, গত ৩১ জানুয়ারী মঙ্গলবার বাসার পাশেই মসজিদে জোহরের নামাজ পড়ার উদ্দেশে বের হয় শুভ। এর পর থেকে সে আর বাসায় ফেরেনি। এ ব্যাপারে ওই দিন সন্ধ্যায়ই হাজারীবাগ থানায় নিখোঁজ সংক্রান্ত  সাধারণ ডাইরি করেন তার বাবা। জিডির তদন্ত কর্মকর্তা একই থানার এসআই ফকরুল ইসলাম বলেন, জিডি করার পর পরই শুভ’র নিখোঁজের বিষয়টি বেতার বার্তায় সকল থানায় অবহিত করা হয়েছে। নিখোঁজ শুভ মোবাইল ব্যবহার করে না যে কারণে কাদের সঙ্গে তার বেশি যোগাযোগ অথবা সর্বশেষ অবস্থান জানা যায়নি। এরপরেও তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
এদিকে তিন সন্তানের মধ্যে সবার বড় শুভ নিখোঁজের পর থেকেই তার বাবা শফিকুল ইসলাম পাগলের মতো পুলিশসহ দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। শফিকুল ইসলামের দাবি, তার ছেলে অভিমান করে কোথাও আত্মগোপন করেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, গত রোববার ডিশ লাইনের লোক পরিচয়ে তার বাসায় তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে। ঘটনার সময় শুভ একা বাসায় ছিলো। দুর্বৃত্তরা শুভকে মারধর করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এক সময় শুভকে চেতনানাশক ওষুধ প্রয়োগের আগে কিভাবে সে পরীক্ষায় অংশ নেয় এ ধরনের হুমকিও দেয় দুর্বৃত্তরা। শফিকুল বলেন, ওই ঘটনা থানাকে অবহিত করার চেয়েও শুভ’র সুস্থতা ও তার পরীক্ষা নিয়েই আমরা বেশি ব্যস্ত ছিলাম। জিডি করবো করবো ভাবতে ভাবতেই ছেলের এ পরিস্থিতি হলো। তার দাবি, যে দুর্বৃত্তরা বাসায় লুটপাটের সাথে জড়িত তারাই শুভকে কৌশলে অপহরণ করেছে। তিনি তার ছেলেকে উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ