Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে অটোরিকশার ব্যাটারির দু’টি অবৈধ গ্যারেজ সিলগালা

অবৈধ বিদ্যুৎ ব্যবহার ঠেকাতে উদ্যোগ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সীতাকু- উপজেলা সংবাদদাতা : সীতাকু-ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অটোরিকশার ব্যাটারি অবৈধভাবে চার্জ দিয়ে বিদ্যুৎ ঘাটতি বৃদ্ধিসহ অনুমোদনবিহীন ব্যাটারি ব্যবহারে সহযোগিতা করার অপরাধে দু’টি গ্যারেজ সিলগালা করা হয়েছে। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমিনের নেতৃত্বে পৌর সদরের দত্তবাড়ি ও দক্ষিণ মহাদেবপুর এলাকায় এই অভিযানে ৩১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও শতাধিক ব্যাটারিও জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মে: রুহুল আমিন প্রতিবেদককে বলেন, রিকশা চলার অনুমোদন আছে। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশা বর্তমানে অবৈধ। কিন্তু সীতাকু-ে এই অনুমোদনবিহীন অটোরিকশার দৌরাত্ম আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিষয়টি লক্ষ করে আমি বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌর সদরের ভোলাগিরি দত্তবাড়ি ও দক্ষিণ মহাদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ব্যাটারিচালিত অটোরিকশা এবং ব্যাটারিগুলো জব্দ করি। পাশাপাশি গ্যারেজ দু’টি সিলগালা করে দিয়েছি। ম্যাজিস্ট্রেট রহুল আমিন আরো বলেন, আবাসিক এলাকার বিদ্যুৎ বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ নেই। আইনে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু এসব গ্যারেজ মালিকের সহযোগিতায় শত শত রিকশা মালিক ও চালক গ্যারেজে অবৈধ ব্যাটারিগুলো চার্জ দিয়ে সারাদিন অটোরিকশা চালাচ্ছে বাণিজ্যিকভাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ