Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

তিন উপজেলায় ভোটগ্রহণ ৬ মার্চ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিদায়ের আগে আরো তিন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কাজী রকিব কমিশন। আগামী ৬ মার্চ সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে ভোট গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। গতকাল বুধবার এ তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুসারে, মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ৯ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই করা হবে পরের দিন ১০ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহরের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি। এর পরেই প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ হবে ৬ মার্চ। ইসির উপ সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচনকালে আঞ্চলিক অফিসগুলোতে সাপ্তাহিক ছুুটির দিনেও কার্যক্রম অব্যাহত রাখতে হবে। উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ