Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আসাদোজ্জামানের ইন্তেকাল

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : চির বিদায় নিয়ে গেলেন নরসিংদীর নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক ও আইনজীবী এড. আসাদোজ্জামান। বুধবার ভোর ৫ টায় তিনি শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ বহুসংখ্যক আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। জেলা পরিষদ নির্বাচনের পূর্বাপর সময়ে তিনি অক্লান্ত পরিশ্রম করার কারণে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। নির্বাচনের আগে জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ভোটের জন্য ঘুরে বেড়ান এবং নির্বাচনের পরও জেলা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বহুসংখ্যক সংবর্ধনা সভায় যোগ দেন। গত ৩ দিন পূর্ব থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। মঙ্গলবার রাতে তিনি অনেক কাজ পেন্ডিং রেখেই তিনি বাসায় চলে যান। ভোর রাত সাড়ে ৪টায় তিনি বুকে প্রচ- ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১২ টা থেকে বেলা ২ টা পর্যন্ত মরহুম আসাদোজ্জামানের লাশ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাখা হয়। সেখানে জেলা ও শহর আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ৪ টায় তার লাশ নিয়ে যাওয়া হয় নরসিংদী স্টেডিয়ামে। সেখানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের লোকজন মরহুম আসাদোজ্জামানের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ