Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ জেলা বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১ টার দিকে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ে এসে একত্রিত হয়। এসময় জেলা বিএনপির সিনিয়র -সভাপতি এস.এম. মশিয়ুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আক্তারুজ্জামান, আব্দুল মতলেব মিয়া, জাহিদুজ্জামান মনা, এম.এম. মজিদ, আব্দুল মজিদ বিশ্বাস, কামাল আজাদ পান্নু, আব্দুল আলিম, আনোয়ারুল ইসলাম বাদশা, শাহজাহান আলী, সাজেদুর রহমান পপপু, আশরাফুল ইসলাম পিন্টু, জিয়াউল ইসলাম ফিরোজ, আহসান হাবিব রনক, মীর ফজলে এলাহী শিমুল, জাহাঙ্গীর হোসেন, আরিফুল ইসলাম আনন প্রমুখ।  
সমাবেশে বক্তারা নতুন কমিটির নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়ার আহ্বানে সকল কর্মসূচী সফল করার আহ্বান জানান। এদিকে ঝিনাইদহ এ্যাড. এম এ মজিদ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে এম শাহজাহান আলী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হওয়ায় তিনি পৌর বিএনপির সাংগঠনিক পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ