Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের মোটরসাইকেল শো-ডাউন

উপনির্বাচন

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের আসন্ন উপনির্বাচনের তফসিল ঘোষণা হতে না হতেই সম্ভাব্য প্রার্থীদের পদচারণা শুরু হয়েছে। জনসভা, সৌজন্য সাক্ষাৎ, দোয়া কামনায় ব্যস্ত সময় পার করছেন তারা। এরই অংশ হিসেবে গতকাল (বুধবার) উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার মোটরসাইকেল শো-ডাউন করেছেন। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের এক বিশাল মোটরসাইকেল শো-ডাউন উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করাসহ গণসংযোগ, সৌজন্য সাক্ষাৎ করছেন। আসন্ন উপনির্বাচনে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার নিজেকে এই আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠ সরগরম করে তুলেছেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকা- অব্যাহত রেখেছেন। উপজেলার ৪ নং বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের মরহুম মজিবর রহমান সরদারের পুত্র।     উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর এমপি মঞ্জুরুল ইসলাম লিটন তার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা হয়। এই আসনের তফসিল ঘোষণা হতে না হতেই সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এ পর্যন্ত জাতীয় পার্টির দুই প্রার্থী মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থী হিসেবে। তবে আওয়ামী লীগ ও অন্যান্য দলের পক্ষ থেকে এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের কোন আনাগোনা দেখা যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ