Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চন্দনাইশে অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চন্দনাইশ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদন্ডী গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকান্ডে ১০টি দোকান ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ  প্রায় ১৫ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন। জানা যায়, মঙ্গলবার রাতে মহি উদ্দিনের রান্না ঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে পার্শ্ববর্তী একরাম হোসেন, রবিউল ইসলাম, দুদু মিয়া, শফিউল বশর, আবদুল মন্নানের বসতঘর ও আলমগীরুল ইসলামের (ফার্নিচার) দোকান, রমজান আলীর (চায়ের) দোকান, আবদুল গফুরের (ফার্নিচার) দোকান, জাকের হোসেনের (মুদির) দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকা-ের খবর পেয়ে সাতকানিয়া থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা গতকাল বুধবার অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ