বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালী জেলা সংবাদদাতা : পটুয়াখালী পুরাতন আদালত ভবনের পাশ থেকে শহরের নতুন বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী নারায়ণ ওরফে নারু (৫০) নামে এক কর্মকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
নারু কর্মকার লাউকাঠী গ্রামের হেমলাল কর্মকারের ছেলে। তার স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে আসে। নিহত নারু কর্মকারের মাথার বাঁপাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে শেষ রাতের দিকে তাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তার স্বজনরা। পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় তার বাসা।
পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল রিপোর্টের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।