বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের টঙ্গী পাগাড় টেকপাড়া এলাকায় দুইতলা ভবনের ছাদ থেকে পড়ে উদয় (৫) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে।
নিহত উদয় শেরপুর জেলার নালিতাবাড়ি থানার বারমারি গ্রামের মো. আলমের ছেলে। উদয় তার মা-বাবার সাথে টেকপাড়ার উকিলের বাড়ির পাশে ফারুক ভেন্ডারের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় বিবিমরিয়ম স্কুলের প্লে-শ্রেণির ছাত্র উদয় তাদের ভাড়া বাড়ির ছাদে খেলা করছিল। এসময় রেলিং না থাকায় হঠাৎ সে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর আবেদা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।