Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীতে এককভাবে নির্বাচন করা হবে -এরশাদ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা ও রাণীশংকৈল উপজেলা সংবাদদাতা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, ইসি গঠনে সার্চ কমিটির কাছে আমরা সাতটি নাম প্রস্তাব করেছি। আশা করছি এই সার্চ কমিটির মাধ্যমে আগের চেয়ে একটি ভাল নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে। আর এর মাধ্যমে আগামীতে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।
এরশাদ আরো বলেন, আগামীতে আ’লীগের সাথে নয়, এককভাবে নির্বাচন করা হবে। প্রয়োজনে নতুন জোট করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড়ে তার নিজ খামার বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
আমরা সেটা মানবো যেটা জনগণের কল্যাণের জন্য হবে
এরশাদ আরও বলেন, আমরা সেটা মানব যেটা জনগণের কল্যাণের জন্য হবে। সরকার বলছেন যে প্রযুক্তি ব্যবহার করা হবে তাতে সুন্দরবনের ক্ষতি হবে না। আমরা উনার কথা বিশ্বাস করি। আমরা পাঠ্য বইয়ে পড়েছি আধুনিক প্রযুক্তিতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে সুন্দরবনের ক্ষতি হবে না। আসলেই কি ধরনে প্রযুক্তি ব্যবহার করা হবে তা আমরা এখনো জানি না।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৩ এএম says : 0
    কিন্তু তিনি বলেছেন আগামীতে আওয়ামী লীগের সাথে নির্বাচন করবেন না এটা গ্রহণযোগ্য নয় আমার কাছে। কারন তিনি বর্তমানে সংসদের বিরোধী দল হিসাবে পরিচিত এবং আমরা দেখেছি তার দলা পৃথক ভাবেই মননোয়ন পত্র জমা দিয়ে একক ভাবেই নির্বাচন করেছেন। তাহলে হঠাত করে একত্রে নির্বাচন করা বা না করার কথা প্রশ্নের জন্ম দিয়েছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ